মার্সেল ফ্রিজের দাম ও মডেল ২০২২

মার্সেল ফ্রিজের দাম ২০২২

আপনারা সকলেই জানেন যে, দেশের বেশ কয়েকটি কোম্পানি ফ্রিজ উৎপাদন করছে। যত গুলো কোম্পানি রয়েছে তার মধ্যে মার্সেল অন্যতম। তার বহু বছর ধরেই তাদের কোম্পানি চালিয়ে আসছে। মার্সেল ফ্রিজের দাম মডেল গুনগত মান সব ভালো থাকায় তারা এখন পর্যন্ত তাদের পণ্য বাজারজাত করছে। মার্সেল যেহেতু বাংলাদেশে তৈরি করা ফ্রিজ। সেই জন্য তারা বাংলাদেশের পরিবেশের উপর ভিত্তি করে এবং এদেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা বিবেচনা করেই ফ্রিজ গুলো তৈরি করেন। যারা মার্সেল ফ্রিজ কিনতে আগ্রহী এবং মার্সেল ফ্রিজের বিভিন্ন তথ্য দাম ও মডেল জানতে আগ্রহী। তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে সকল তথ্য জানতে পারবেন। আর আজকে আমরা মার্সেল ফ্রিজের পাঁচটি নতুন মডেল অর্থাৎ ২০২২ সালে যে পাঁচটি মডেল বের হয়েছে তাদের দাম এবং মডেল সম্পর্কে আলোচনা করবো।

মার্সেল ফ্রিজের দাম ২০২২

আপনি কি মাঝারি ধরনের ফ্রিজ কিনতে চাইছেন। আর কিনবেন না কেন, বর্তমানে একটি পরিবারের অপরিহার্য উপাদান হিসাবে ফ্রিজের অবস্থান। যারা কম দামে বিভিন্ন ধরনের মার্সেল ফ্রিজ কিনতে চান তারা সম্পূর্ণ ভাবে আমাদের পোষ্টি পড়ুন। আর জেনে নিন মার্সেল ফ্রিজের পাঁচটি মডেল ও দাম ২০২২ সম্পর্কে।

মার্সেল এমন একটি কোম্পানি যা মানুষের চাহিদার কথা মাথায় রেখে নিত্য নতুন মডেলের ফ্রিজ ক্রেতাদের সামনে হাজির করে চলেছে। তাই আপনি যে ফ্রিজ টি কিনবেন সেটি কোন কোম্পানীর এবং মডেল ও দাম কেমন তা আপনাকে জেনে নিতে হবে।

সেই জন্য আজ আমি, মার্সেল ফ্রিজের দাম ও মডেল ২০২২ সম্পর্কে জানাতে এসেছি। কেননা, কম দাম এ যেসব কোম্পানীর ফ্রিজ কেনার নাম আসে তাদের মধ্যে মার্সেল ফ্রিজ অন্যতম। চলুন তাহলে শুরু করা যাক মার্সেল ফ্রিজের দাম ও মডেল ২০২২ সম্পর্কে বিস্তারিত।

চলুন প্রথমে মার্সেল ফ্রিজের যে পাঁচটি মডেল থাকছে আমাদের আলোচনায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নিচে মার্সেল ফ্রিজের কিছু মডেল তুলে ধরা হলো।

মার্সেল ফ্রিজের মডেল

১। MFC-C6E-GDNE-XX
২। MNH-C8F-HDXX-XX
৩। MNH-D3X-GDEL-XX
৪। MNM-B7E-GDEL-XX
৫। MNM-B1G-RXXX-RP

এখন মার্সেল ফ্রিজের মডেল অনুযায়ী দাম ২০২২ সম্পর্কে নিচে আলোচনা করা হবে। আপনারা ধারাবাহিক ভাবে পড়তে থাকুন আর জেনে নিন মার্সেল ফ্রিজের দাম সহ খুঁটিনাটি বিষয় গুলো।

১। মার্সেল ফ্রিজের দাম ২০২২ । মডেল MFC-C6E-GDNE-XX

আপনার পছন্দ যদি মাঝারি ধরনের ফ্রিজ হয়ে থাকে। তাহলে আপনি মার্সেলের MFC-C6E-GDNE-XX এই মডেল টি কিনতে পারেন। বাজারে মার্সেল ফ্রিজ যতগুলো রয়েছে আমার কাছে এই মডেল টি ভালো লেগেছে। আর আপনি যদি ১৪ সেফটি মার্সেল ফ্রিজের দাম নিয়ে একটু চিন্তা করেন।

তাহলে দেখবেন এই মডেল টি আপনার জন্য ভালো হবে। তাই আর দেরি না করে নিশ্চিন্তে মার্সেল ফ্রিজ সংগ্রহ করে নিন। নিচে মার্সেল ফ্রিজের দাম সহ ফিচার সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।

  • মার্সেল ফ্রিজের মডেল : MFC-C6E-GDNE-XX
  • শীতল বৈশিষ্ট্য : ডাইরেক্ট কুল।
  • ধারণ ক্ষমতা : গ্রস ভলিউম ৩৮০ লিটার এবং নেট ভলিউম ৩৬৫ লিটার।
  • কুলিং ইফেক্ট : 180C এর চেয়ে কম এবং রেফ্রিজারেটর ক্যাবিনেট 00C থেকে +50C
  • কম্প্রেসার ইনপুট পাওয়ার : v 0401- 130, v 0601- 130, v 0701- 130
  • কম্প্রেসার : RSCR
  • পরিবেশ বান্ধব গ্যাস : R600a
  • সুপার স্লিম গ্লাস ডোর।
  • ইনভার্টার টেকনোলজি।
  • তামার কনডেন্সার এবং ক্যাপেলারী যুক্ত।
  • অপারেটিং ভোল্টেজ ২২০ – ২৪০ ভোল্ট।
  • ওজন ৭০.৫ ± ২ কেজি।
  • উচ্চতা ১৮৭০/ মিমি।
  • প্রস্থ ৬৮৫ মিমি।
  • মার্সেল ফ্রিজের দাম : ৪১,১৯০ টাকা।

২। মার্সেল ফ্রিজের দাম ২০২২ । মডেল MNH-C8F-HDXX-XX

মার্সেল এর ফ্রিজের মধ্যে কম দাম এ কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিজ হচ্ছে MNH-C8F-HDXX-XX এই মডেল টি। যার দামের সাথে কোয়ালিটি সম্পূর্ণ। আর এই ফ্রিজ টির কালার গ্রে এবং আকর্ষনীয় আউটলুক ও মানানসই দেখলেই মন কেরে নেয়। নিচে মার্সেল ফ্রিজের দাম সহ ফিচার সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।

  • মার্সেল ফ্রিজের মডেল : MNH-C8F-HDXX-XX
  • শীতল বৈশিষ্ট্য : ফাস্ট কুলিং সিস্টেম।
  • ধারণ ক্ষমতা : গ্রস ভলিউম ৩৮৬ লিটার এবং নেট ভলিউম ৩২৮ লিটার।
  • কুলিং ইফেক্ট :ফ্রিজার ক্যাবিনেট -180C এর চেয়ে কম এবং রেফ্রিজারেটর ক্যাবিনেট 00C থেকে +50C
  • কম্প্রেসার : RSCR
  • পরিবেশ বান্ধব গ্যাস : R600a
  • ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি ব্যবহার।
  • অ্যান্টি-ফাঙ্গাল ডোর গ্যাসকেট ব্যবহার।
  • কনডেন্সারের সাথে উন্নত তাপ স্থানান্তর।
  • অপারেটিং ভোল্টেজ ২২০ – ২৪০ ভোল্ট।
  • ওজন ৭৮.৫ ± ২ কেজি।
  • উচ্চতা ১৭০২/ মিমি।
  • প্রস্থ ৭০৫ মিমি।
  • মার্সেল ফ্রিজের দাম : ৪৫,৯৯০ টাকা।

৩। Marcel ফ্রিজের দাম ২০২২ । মডেল MNH-D3X-GDEL-XX

মার্সেলের আরেক টি আকর্ষনীয় কালারফুল ফ্রিজ হল MNH-D3X-GDEL-XX এই মডেল টি। এই ফ্রিজ টির আউটলুকে আছে ফুলের বা ফ্লাওয়ার ডিজাইন যা খুবই পছন্দসই। মার্সেল ফ্রিজের সাথে থাকছে অনেক গুলো স্পেশাল ফিচার। যা আপনাকে পছন্দ করতে বাধ্য করবে। নিচে মার্সেল ফ্রিজের দাম সহ ফিচার সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।

  • মার্সেল ফ্রিজের মডেল : MNH-D3X-GDEL-XX
  • শীতল বৈশিষ্ট্য : ফাস্ট কুলিং সিস্টেম।
  • ধারণ ক্ষমতা : গ্রস ভলিউম ৪৩০ লিটার এবং নেট ভলিউম ৩৭০ লিটার।
  • কুলিং ইফেক্ট :ফ্রিজার ক্যাবিনেট -180C এর চেয়ে কম এবং রেফ্রিজারেটর ক্যাবিনেট 00C থেকে +50C
  • কম্প্রেসার : BLDC Inverter
  • পরিবেশ বান্ধব গ্যাস : R600a
  • ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি ব্যবহার।
  • অ্যান্টি-ফাঙ্গাল ডোর গ্যাসকেট ব্যবহার।
  • কনডেন্সারের সাথে উন্নত তাপ স্থানান্তর।
  • অপারেটিং ভোল্টেজ ২২০ – ২৪০ ভোল্ট।
  • ওজন ৭৬.৫ ± ২ কেজি।
  • উচ্চতা ১৮৪৫/ মিমি।
  • প্রস্থ ৭০৫ মিমি।
  • ফ্রিজের দাম : ৪৫,৯৯০ টাকা।

মার্সেল ফ্রিজের দাম ও মডেল ২০২২

৪। Marcel ফ্রিজের দাম ২০২২ । মডেল MNM-B7E-GDEL-XX

মার্সেলের MNM-B7E-GDEL-XX এই মডেলের ফ্রিজটি সাইজে ছোট হলেও অল্পের মধ্যে অনেক বেনিফিট পাওয়া যাবে। এই ফ্রিজটিতে আছে লং লাস্টিং কুলিং সিস্টেম। আছে লন এন্টিব্যাকটেরিয়া সুবিধা। আর সব থেকে অন্যান্য ফ্রিজ গুলোর থেকে এর বৈশিষ্ট্যে অনেক ভালো। নিচে মার্সেল ফ্রিজের দাম সহ ফিচার সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।

  • মার্সেল ফ্রিজের মডেল : MNM-B7E-GDEL-XX
  • শীতল বৈশিষ্ট্য : দীর্ঘস্থায়ী কুলিং সিস্টেম।
  • ধারণ ক্ষমতা : গ্রস ভলিউম ২৭৫ লিটার এবং নেট ভলিউম ২৩৮ লিটার।
  • কুলিং ইফেক্ট :ফ্রিজার ক্যাবিনেট -180C এর চেয়ে কম এবং রেফ্রিজারেটর ক্যাবিনেট 00C থেকে +50C
  • কম্প্রেসার : RSCR
  • CFC free : R600a
  • ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার দরকার নেই।
  • ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি ব্যবহার।
  • অ্যান্টি-ফাঙ্গাল ডোর গ্যাসকেট ব্যবহার।
  • বিল্ট-ইন কনডেন্সার দিয়ে ক্লিয়ার ব্যাক।
  • অপারেটিং ভোল্টেজ ২২০ – ২৪০ ভোল্ট।
  • ওজন ৫৮.৬৩ ± ২ কেজি।
  • উচ্চতা ১৬৮৭/ মিমি।
  • প্রস্থ ৫৫২ মিমি।
  • ফ্রিজের দাম : ৩৬,১৯০ টাকা।

৫। Marcel ফ্রিজের দাম ২০২২ । মডেল MNM-B1G-RXXX-RP

মার্সেলের ক্লাসিক্যল একটি ফ্রিজ হল MNM-B1G-RXXX-RP মডেলটি। আপনি চাইলেই কম দামে এই ফ্রিজটি কিনতে পারেন। মার্সেল কোম্পানী এদেশের মানুষের আর্থিক সামথ্যের মধ্যে নতুন ডিজাইন টি তৈরী করেছে। আর এই ফ্রিজ টিতে রয়েছে অনেক গুলো ফিচারের বৈশিষ্ট্য। যা আপনার পরিবারে চাহিদা মেটাতে সক্ষম। নিচে মার্সেল ফ্রিজের দাম সহ ফিচার সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।

  • মার্সেল ফ্রিজের মডেল :MNM-B1G-RXXX-RP
  • ধারণ ক্ষমতা : গ্রস ভলিউম ২১৭লিটার এবং নেট ভলিউম ১৮৩ লিটার।
  • শীতল বৈশিষ্ট্য : দীর্ঘস্থায়ী কুলিং সিস্টেম।
  • কুলিং ইফেক্ট :ফ্রিজার ক্যাবিনেট -180C এর চেয়ে কম এবং রেফ্রিজারেটর ক্যাবিনেট 00C থেকে +50C
  • কম্প্রেসার : RSCR
  • CFC free : R600a
  • আয়ন অ্যান্টি-ব্যাকটেরিয়া আপনার রেফ্রিজারেটরকে জীবাণুমুক্ত রাখে।
  • ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার দরকার নেই।
  • ডোর প্যানেল এবং ডোর লাইনার ফোম এক সাথে।
  • বিল্ট ইন কনডেনসার।
  • ট্রান্সপারেন্ট চিলড রুম।
  • অপারেটিং ভোল্টেজ ২২০ – ২৪০ ভোল্ট।
  • ওজন ৫৩.১৫ ± ২ কেজি।
  • উচ্চতা ১৫১০/ মিমি।
  • প্রস্থ ৫৮৫ মিমি।
  • ফ্রিজের দাম : ৩১,৬০০ টাকা।

বন্ধুরা, এই ছিল মার্সেল ফ্রিজের দাম ও মডেল ২০২২ সম্পর্কে বিস্তারিত তথ্য। বর্তমানে যত গুলো নামি দামি কোম্পানীর ফ্রিজ রয়েছে তার মধ্যে মার্সেল অন্যতম। এর রয়েছে নানা রকমের ডিজাইন আকর্ষনীয় সব মডেল। আপনি চাইলেই মার্সেল ফ্রিজের দাম ও মডেল দেখে পছন্দের ফ্রিজ টি বাড়িতে আনতে পারেন। এছাড়া আপনি সিঙ্গার ফ্রিজের মডেল ও দাম ২০২২ দেখতে পারেন। ধন্যবাদ

You might also like