সিঙ্গার ফ্রিজের দাম ও মডেল ২০২২

সিঙ্গার ফ্রিজের দাম ২০২২

36

আপনি কি ফ্রিজ কিনতে চাইছেন। আর কিনবেন না কেন বর্তমানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ফ্রিজ অন্যতম। এখন কম বেশি প্রতিটি ঘরেই ফ্রিজ রয়েছে। তাই আপনিও চাইছেন একটি ভালো মানের ফ্রিজ কিনতে। তবে আপনি যে ফ্রিজ টি কিনবেন সেটি কোন কোম্পানীর এবং মডেল ও দাম কেমন তা আপনাকে জেনে নিতে হবে। তাই আজ আমি, সিঙ্গার ফ্রিজের দাম ও মডেল ২০২২ সম্পর্কে জানাতে এসেছি। কেননা, কম দাম এ যেসব কোম্পানীর ফ্রিজ কেনার নাম মাথায় আসে তাদের মধ্যে সিঙ্গার ফ্রিজ অন্যতম। কী!

এখন তাহলে নিশ্চয় আপনি সিঙ্গার ফ্রিজের দাম ও মডেল ২০২২ সম্পর্কে জানতে আগ্রহী। তবে আমরা চাই আপনারা বাজেটের মধ্যে থেকে আপনি পছন্দের সিঙ্গার ফ্রিজ টি কিনুন। সিঙ্গার সব সময় নতুন নতুন ফ্রিজের মডেল ও আপডেট ফিচার নিয়ে হাজির হয়।

তাই আজ আমি সিঙ্গার ফ্রিজের কিছু নতুন মডেল ও দাম ২০২২ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। চলুন তাহলে শুরু করা যাক সিঙ্গার ফ্রিজের দাম ২০২২ সম্পর্কে বিস্তারিত।

চলুন প্রথমে জেনে নেই সিঙ্গার ফ্রিজের কোন কোন মডেল থাকছে আমাদের আলোচনায় সে সম্পর্কে বিস্তারিত। নিচে সিঙ্গার ফ্রিজের কিছু মডেল ও দাম তুলে ধরা হলো।

সিঙ্গার ফ্রিজের দাম ২০২২ সহ  মডেল

১। SINGER-BCD-333R-DGG – ৪০,২৯০ টাকা।
২। SINGER-BCD-333R-DBG – ৪০,২৯০ টাকা।
৩। SREF-SINGER-G-BCD-288 – ৫০,৫৯০ টাকা।
৪। SINGER-G-BCD-290 – ৪৮,০৫০ টাকা।
৫। SINGER-BCD-33R-MBG – ৪০,২৯০ টাকা।

এখন সিঙ্গার ফ্রিজের মডেল অনুযায়ী দাম ২০২২ সম্পর্কে নিচে আলোচনা করা হবে। আপনারা ধারাবাহিক ভাবে পড়তে থাকুন আর জেনে নিনি সিঙ্গার ফ্রিজের খুঁটিনাটি বিষয় গুলো।

১। সিঙ্গার ফ্রিজের দাম ২০২২। মডেল SINGER-BCD-333R-DGG

আপনার পছন্দ যদি মাঝারি ধরনের ফ্রিজ হয়ে থাকে। তাহলে আপনি সিঙ্গারের এই SINGER-BCD-333R-DGG মডেল টি কিনতে পারেন। এর যথেষ্ট স্পেস রয়েছে। ধারন ক্ষমতাও অনেক ৩৩৩ লিটার আর মাউন্টেন এভার ফ্রস্ট প্রযুক্তি আপনার খাবার কে রাখবে দীর্ঘ সমর ধরে ফ্রেশ রাখার নিশ্চয়তা।

তাই আর দেরি না করে এখুনি সিঙ্গারের ফ্রিজ সংগ্রহ করে নিন। নিচে সিঙ্গার ফ্রিজের দাম সহ মডেল টির ফিচার সম্পর্কে তথ্য তুলে দেওয়া হলো।

  • সিঙ্গার ফ্রিজের মডেল : SINGER-BCD-333R-DGG
  • শীতল বৈশিষ্ট্য : ডাইরেক্ট কুল
  • ধারণ ক্ষমতা : গ্রস ভলিউম ৩৩৩ লিটার এবং নেট ভলিউম ৩৩৩ লিটার
  • তাপমাত্রা নিয়ন্ত্রণ : থার্মোস্ট্যাটিক
  • কালার : ডেজার্ট গোল্ড
  • অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট দরজা
  • দীর্ঘতর তাজা প্রযুক্তি
  • R600a পরিবেশ-বান্ধব গ্যাস
  • ফ্রস্ট রেফ্রিজারেটর
  • বিদ্যুৎ খরচ ১২০ ওয়াট
  • ওজন ৬৬ ± ২ কেজি
  • উচ্চতা ১৭১৬/ মিমি.
  • দশ (১০) বছরের কম্প্রেসার + দুই (২) বছরের সার্ভিস ওয়ারেন্টি
  • সিঙ্গার ফ্রিজের দাম : ৪০,২৯০ টাকা।

২। সিঙ্গার ফ্রিজের দাম ২০২২ । মডেল SINGER-BCD-333R-DBG

আপনি যদি দীর্ঘ সময় ধরে ফ্রেশ খাবার চান তাহলে এই SINGER-BCD-333R-DBG মডেলের ফ্রিজ টি আপনাকে সেই নিশ্চয়তা দেবে। কেননা, এই ফ্রিজ টিতে অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার কারনে ফ্রিজে খাবার থাকে সতেজ ও টাটকা।

আর তাই আপনি যদি ফ্রিজ কিনতে চান তাহলে সিঙ্গার এর এই ফ্রিজ টি কিনতে পারেন। নিচে সিঙ্গার ফ্রিজের দাম সহ মডেল টির ফিচার সম্পর্কে তথ্য তুলে দেওয়া হলো।

  • সিঙ্গার ফ্রিজের মডেল : SINGER-BCD-333R-DBG
  • শীতল বৈশিষ্ট্য : ডাইরেক্ট কুল
  • ধারণ ক্ষমতা : গ্রস ভলিউম ৩৩৩ লিটার এবং নেট ভলিউম ৩৩৩ লিটার
  • তাপমাত্রা নিয়ন্ত্রণ : থার্মোস্ট্যাটিক
  • কালার : ডেজার্ট কালো
  • অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট দরজা
  • দীর্ঘতর তাজা প্রযুক্তি
  • R600a পরিবেশ – বান্ধব গ্যাস
  • ফ্রস্ট রেফ্রিজারেটর
  • বিদ্যুৎ খরচ ১২০ ওয়াট
  • ওজন ৬৬ ± ২ কেজি
  • উচ্চতা ১৭১৬/ মিমি.
  • দশ (১০) বছরের কম্প্রেসার + দুই (২) বছরের সার্ভিস ওয়ারেন্টি
  • সিঙ্গার ফ্রিজের দাম : ৪০,২৯০ টাকা।

৩। SINGER ফ্রিজের দাম ২০২২ । মডেল SREF-SINGER-G-BCD-288

সিঙ্গারের এই SREF-SINGER-G-BCD-288 মাঝারি মডেলের ফ্রিজ টির দাম একটু বেশি। কিন্তু অন্যান্য ফ্রিজের তুলনায় এর ফিচার গুলো প্রযুক্তি সমৃদ্ধ। এই ফ্রিজটির কাঁচের দরজা হওয়ার দেখতেও আকর্ষনীয়। আর এই ফ্রিজটিতে অনেক দিন যাবৎ খাদ্য সংরক্ষন করে রাখা যায়। নিচে সিঙ্গার ফ্রিজের দাম সহ মডেল টির ফিচার সম্পর্কে তথ্য তুলে দেওয়া হলো।

  • সিঙ্গার ফ্রিজের মডেল : SREF-SINGER-G-BCD-288
  • শীতল বৈশিষ্ট্য : ডাইরেক্ট কুল
  • ধারণ ক্ষমতা : ২৮৮ লিটার
  • অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট দরজা
  • দীর্ঘতর তাজা প্রযুক্তি
  • R600a পরিবেশ – বান্ধব গ্যাস
  • ফ্রস্ট রেফ্রিজারেটর
  • বাঁকা ইন্টিগ্রেটেড হ্যান্ডল গুলি
  • বড় সালাদ ক্রিস্পার
  • দীর্ঘস্থায়ী সামঞ্জস্যযোগ্য গ্লাস সেলস
  • দশ (১০) বছরের কম্প্রেসার + দুই (২) বছরের সার্ভিস ওয়ারেন্টি
  • সিঙ্গার ফ্রিজের দাম : ৫০,৫৯০ টাকা।

সিঙ্গার ফ্রিজের দাম ও মডেল ২০২২

৪। SINGER ফ্রিজের দাম ২০২২ । মডেল SINGER-G-BCD-290

সিঙ্গারের এই ফ্রিজটি সর্বোচ্চ এন্টিব্যাকটেরিয়াল গ্যাস্কেট সমৃদ্ধ উন্নত প্রযুক্তি দিয়ে তৈরী। এই মডেলের ফ্রিজটিতে প্রায় ২৯০ লিটার পর্যন্ত স্পেস এবং ফ্রেস্ট টেকনোলজির সুবিধা রয়েছে। তাই আপনি যদি কম দাম এ ভালো মানের সিঙ্গার ফ্রিজের কথা ভেবে থাকেন।

তাহলে নিশ্চিন্তে SINGER-G-BCD-290 এই মডেলের ফ্রিজ টি কিনতে পারেন। নিচে সিঙ্গার ফ্রিজের দাম সহ মডেল টির ফিচার সম্পর্কে তথ্য তুলে দেওয়া হলো।

  • সিঙ্গার ফ্রিজের মডেল : SINGER-G-BCD-290
  • শীতল বৈশিষ্ট্য : ডাইরেক্ট কুল
  • ধারণ ক্ষমতা : ২৯০ লিটার
  • অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট দরজা
  • দীর্ঘতর তাজা প্রযুক্তি
  • R600a পরিবেশ – বান্ধব গ্যাস
  • ফ্রস্ট রেফ্রিজারেটর
  • বাঁকা ইন্টিগ্রেটেড হ্যান্ডল গুলি
  • বড় সালাদ ক্রিস্পার
  • বিদ্যুৎ খরচ ১২০ ওয়াট
  • ওজন ৬৬ ± ২ কেজি
  • উচ্চতা ১৭১৬/ মিমি.
  • দশ (১০) বছরের কম্প্রেসার + দুই (২) বছরের সার্ভিস ওয়ারেন্টি
  • সিঙ্গার ফ্রিজের দাম : ৪৮,০৫০ টাকা।

৫। SINGER ফ্রিজের দাম ২০২২ । মডেল SINGER-BCD-33R-MBG

আপনি কি এলিগ্যান্ট কাঁচের দরজা বিশিষ্ট ফ্রিজ খুঁজছেন। তাহলে সিঙ্গারের SINGER-BCD-33R-MBG এই মডেলের ফ্রিজটি কিনতে পারেন। যে ফ্রিজ আপনার খাবার কে রাখবে দীর্ঘ সময় ধরে ফ্রেশ এবং টাটকা। আর এই ধরনের কোন ফ্রিজ কেনার চিন্তা থাকলে।

সিঙ্গারের এই SINGER-BCD-33R-MBG মডেলের ফ্রিজ টি কোন দ্বিধা ছাড়াই কিনে আনতে পারেন। নিচে সিঙ্গার ফ্রিজের দাম সহ মডেল টির ফিচার সম্পর্কে তথ্য তুলে দেওয়া হলো।

  • সিঙ্গার ফ্রিজের মডেল : SINGER-BCD-33R-MBG
  • শীতল বৈশিষ্ট্য : ডাইরেক্ট কুল
  • ধারণ ক্ষমতা : ৩৩৩ লিটার
  • কালার : মার্বেল কালো
  • তাপমাত্রা নিয়ন্ত্রণ : থার্মোস্ট্যাটিক
  • অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট দরজা
  • দীর্ঘতর তাজা প্রযুক্তি
  • R600a পরিবেশ – বান্ধব গ্যাস
  • ফ্রস্ট রেফ্রিজারেটর
  • এলিগ্যান্ট কাঁচের দরজা
  • বড় সালাদ ক্রিস্পার
  • দীর্ঘস্থায়ী এডজাস্টেবল কাঁচের স্লিভ
  • দশ (১০) বছরের কম্প্রেসার + দুই (২) বছরের সার্ভিস ওয়ারেন্টি
  • সিঙ্গার ফ্রিজের দাম : ৪০,২৯০ টাকা।

বন্ধুরা, এই ছিল সিঙ্গার ফ্রিজের দাম ও মডেল ২০২২ সম্পর্কে বিস্তারিত তথ্য। আর বর্তমানে যত গুলো নামি দামি কোম্পানীর ফ্রিজ রয়েছে তার মধ্যে সিঙ্গার অন্যতম। এর রয়েছে নানা রকমের ডিজাইন ও আকর্ষনীয় সব মডেল। আপনি চাইলেই সিঙ্গার ফ্রিজের দাম ও মডেল দেখে পছন্দের ফ্রিজ টি বাড়িতে আনতে পারেন। এছাড়া আপনি ওয়ালটনের ১৪ সেফটি ফ্রিজটির মডেল ও দাম দেখতে পারেন। ধন্যবাদ

You might also like